Logo
Logo
×

জাতীয়

৭০ হাজার ছাড়াল পোস্টাল ভোটার নিবন্ধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

৭০ হাজার ছাড়াল পোস্টাল ভোটার নিবন্ধন

ছবি : সংগৃহীত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন নিবন্ধন করেছেন।

তবে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। ইসি আশা করছে, শুক্রবার থেকেই এসব দেশে পুনরায় নিবন্ধন চালু হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সাত দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দিতে হবে। অনেক প্রবাসী ভোটার ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ায় নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দূতাবাস ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের সঠিক ঠিকানা পূরণের বিষয়ে জানানো হচ্ছে।

ইসি জানিয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।

আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই স্থানীয় মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং অ্যাপ ডাউনলোড করে সঠিক ঠিকানা প্রদান করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন