ঠিকানা ত্রুটিতে মধ্যপ্রাচ্যের সাত দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় মধ্যপ্রাচ্যের সাতটি গুরুত্বপূর্ণ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ এ তথ্য নিশ্চিত করেন।
ইসি জানিয়েছে, ভোটারদের ঠিকানার ত্রুটির কারণে আপাতত বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না থাকলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়। অধিকাংশ প্রবাসী ভোটারের ঠিকানা অসম্পূর্ণ বা ভুল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন স্থগিত থাকা দেশগুলোর প্রবাসী ভোটারদের দ্রুত সঠিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। ঠিকানা সংক্রান্ত জটিলতা সমাধান হলে আবারও নিবন্ধন কার্যক্রম চালু হবে।
প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ এবং ৭ হাজার ৮৮৭ জন নারী।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ জন, জাপানে ৬ হাজার ১৫৮ জন, কানাডায় ৫ হাজার ৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৭৫৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ১৮৩ জন এবং চীনে ১ হাজার ৬৫১ জন ভোটার নিবন্ধন করেছেন।
ইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।



