শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রায় প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবিলার যে কোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হতে হবে এবং আইনগত প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালে শেখ হাসিনা ও শেখ রেহানাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল জার্মানি। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “১৯৭৫ সালের ঘটনা অনেক পুরোনো। আবারও এমন কিছু ঘটবে কিনা তা আলোচনার ওপর নির্ভর করছে। এ বিষয়ে আমি মন্তব্য করার অবস্থানে নেই।”
তিনি আরও বলেন, আইনি বিষয়গুলো আইনিভাবে মোকাবিলা করা উচিত। অতীতে যদি ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে, সেটি আইনগতভাবে লড়াই করা প্রয়োজন। রাজনৈতিক পরিবর্তনের পর এ ধরনের প্রক্রিয়া যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিগত সরকারের প্রতিনিধিরা এখনো তাদের কিছু সিদ্ধান্তে ভুল ছিল তা স্বীকার করছে না।
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাকে ফেরাতে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।



