Logo
Logo
×

জাতীয়

ভূমিকম্প: সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

ভূমিকম্প: সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ জরুরি— এমন মত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এ মতামত দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় বিষয়ে লিখিত পরামর্শ দিতে। তিনি বলেন, “আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনাদের পরামর্শ লিখিত আকারে দিন, সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।”

তিনি জানান, ভূমিকম্প মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি ও টাস্কফোর্স গঠনের কাজ চলছে। বিশেষজ্ঞদের সুপারিশ পাওয়া মাত্রই সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন এমআইএসটি, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এবং ভূতত্ত্ববিদরা। তারা বলেন, ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে, যা আতঙ্ক বাড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয়, তবে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। অধ্যাপক ড. হুমায়ুন আখতার তরুণদের জনসচেতনতা তৈরিতে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। চুয়েটের অধ্যাপক জাহাঙ্গীর আলম হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ-গ্যাস সংযোগের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার মূল্যায়নের পরামর্শ দেন।

এমআইএসটি’র অধ্যাপক জয়নুল আবেদীন বলেন, আতঙ্ক নয়, বাস্তবসম্মত করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মানুষের কাছে পৌঁছাতে হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, ইতোমধ্যে সফটওয়্যারের মাধ্যমে ফাটল ধরা ভবনের ছবি সংগ্রহ ও মূল্যায়ন শুরু হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশের ভিত্তিতে সরকার দ্রুত টাস্কফোর্স গঠন করবে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যুক্ত হয়ে ভূমিকম্প মোকাবিলায় করণীয় নির্ধারণ করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন