Logo
Logo
×

জাতীয়

স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ জোরদারে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সই সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে উপস্থিত ছিলেন। তারা নথি সই ও বিনিময় প্রত্যক্ষ করেন।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যখাতে সহযোগিতা ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এবং ভুটানের পক্ষে সই করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য বিষয়ে। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক ও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরে ভুটানের প্রধানমন্ত্রীকে সম্মান রক্ষী বেদিতে নেওয়া হয়, যেখানে তাকে ১৯ বন্দুক স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান, পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন