দেশে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, উৎপত্তিস্থল সাভারের বাইপাইলেই ছিল এবং এর প্রভাব স্থানীয়ভাবে অনুভূত হয়েছে।
এর মাত্র একদিন আগে, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। নরসিংদীর মাধবদীতে ছিল শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল, যা সিসমিক সেন্টার আগারগাঁও থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।
টানা দুই দিনের এই কম্পনে জনমনে আবারও আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।



