সারা দেশে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন।
এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় একাধিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে—
১. আরমানিটোলা, পুরান ঢাকা: কসাইটুলি এলাকায় আট তলা একটি ভবন ধসে পড়েছে—এমন খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়। পরিদর্শনে ভবনে বড় কোনো ক্ষতি পাওয়া যায়নি। কেবল পলেস্তারা ও কিছু ইট খসে পড়ে। কোনো হতাহতের তথ্য মিলেনি।
২. খিলগাঁও: নির্মাণাধীন একটি ভবন থেকে পার্শ্ববর্তী দুইতলা ভবনের ওপর ইট পড়ে একজন আহত হয়েছেন।
৩. বারিধারা ব্লক–এফ: রোড ৫-এর একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পজনিত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
৪. সূত্রাপুর স্বামীবাগ: একটি আটতলা ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে—এমন খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করছে।
৫. প্রধান উপদেষ্টার কার্যালয়: একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্যাটেলাইট ফায়ার স্টেশনের পরিদর্শনে কোনো ক্ষতি পাওয়া যায়নি।
৬. কলাবাগান, আবেদখালী রোড: সাততলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট যায়। ভবনটি নিরাপদ রয়েছে; আতঙ্কে বাসিন্দারা ফোন করেছিলেন।
৭. মুন্সীগঞ্জ, গজারিয়া: একটি বাসাবাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



