Logo
Logo
×

জাতীয়

ভূমিকম্পে বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

ভূমিকম্পে বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতি

সারা দেশে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন।

এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় একাধিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে—

১. আরমানিটোলা, পুরান ঢাকা: কসাইটুলি এলাকায় আট তলা একটি ভবন ধসে পড়েছে—এমন খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়। পরিদর্শনে ভবনে বড় কোনো ক্ষতি পাওয়া যায়নি। কেবল পলেস্তারা ও কিছু ইট খসে পড়ে। কোনো হতাহতের তথ্য মিলেনি।

২. খিলগাঁও: নির্মাণাধীন একটি ভবন থেকে পার্শ্ববর্তী দুইতলা ভবনের ওপর ইট পড়ে একজন আহত হয়েছেন।

৩. বারিধারা ব্লক–এফ: রোড ৫-এর একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পজনিত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

৪. সূত্রাপুর স্বামীবাগ: একটি আটতলা ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে—এমন খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করছে।

৫. প্রধান উপদেষ্টার কার্যালয়: একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্যাটেলাইট ফায়ার স্টেশনের পরিদর্শনে কোনো ক্ষতি পাওয়া যায়নি।

৬. কলাবাগান, আবেদখালী রোড: সাততলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট যায়। ভবনটি নিরাপদ রয়েছে; আতঙ্কে বাসিন্দারা ফোন করেছিলেন।

৭. মুন্সীগঞ্জ, গজারিয়া: একটি বাসাবাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন