রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর কিছু অঞ্চলেও এর কম্পন টের পাওয়া যায়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী অঞ্চল।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।



