Logo
Logo
×

জাতীয়

অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ অবস্থান নেবে: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ অবস্থান নেবে: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ অবস্থান নেবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের সন্ত্রাসবাদকে বাংলাদেশ কখনো প্রশ্রয় দেবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করে। পাশাপাশি উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের নীতি ও মূল্যবোধকেও বাংলাদেশ সমর্থন করে। এজন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং জাতিসংঘ সনদে বর্ণিত নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

তিনি টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সম্প্রতি ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের হুমকির প্রসঙ্গ টেনে নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশের অঙ্গীকার হলো নিজস্ব সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখা। এটি নাগরিকদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সম্প্রদায়ের জন্য কোনো হুমকি তৈরি না করার নিশ্চয়তা দেবে।

এর আগে বুধবার তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এবং তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন