Logo
Logo
×

জাতীয়

বিজয় দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

বিজয় দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজয় দিবস সামনে রেখে দেশে কোনো আতঙ্ক বা অস্থিরতার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গত বছরের মতো এবারও বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিজয় দিবসের মূল আয়োজন পরিচালনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; আর অনুষ্ঠানস্থলসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, এবারও সবাই ভালোভাবে বিজয় দিবস উদ্‌যাপন করতে পারবে। কর্মসূচিতে তেমন কোনো পরিবর্তন নেই। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে—এমন মন্তব্যও তিনি নাকচ করে দেন।

গতরাতে ভোরের কাগজের অনলাইন সম্পাদককে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিষয়টি আমি এখনই শুনলাম। অনুসন্ধান করে এ বিষয়ে পরে বলা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন