Logo
Logo
×

জাতীয়

নির্বাচন প্রচারে ২৫ কোটি টাকা ব্যয়, দরপত্র ছাড়াই ব্র্যান্ড সলিউশনকে কাজ দিচ্ছে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

নির্বাচন প্রচারে ২৫ কোটি টাকা ব্যয়, দরপত্র ছাড়াই ব্র্যান্ড সলিউশনকে কাজ দিচ্ছে সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে প্রচারণায় ২৫ কোটি টাকা ব্যয় করতে যাচ্ছে সরকার। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় প্রচার কার্যক্রম চালানো হবে। টিভিসি, ভিডিও ডকুমেন্টারি এবং বিভিন্ন প্রচারসামগ্রী এলইডি অ্যাকটিভেশন ক্যারাভান–এর মাধ্যমে প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সময়সীমার সংকটের কারণে উন্মুক্ত দরপত্র আহ্বান করা সম্ভব নয় বলে জানিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এই কাজ দিতে সম্মত হয়েছে সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বর থেকেই কাজ শুরু করার নির্দেশনা থাকায় প্রচলিত দরপত্র প্রক্রিয়ায় প্রতিষ্ঠান নিয়োগ সম্ভব নয়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয় বিধিমালা (পিপিপিআর) অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

একই বৈঠকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সময়মতো চাল সংগ্রহের লক্ষ্যে আরেকটি প্রস্তাবও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ৩ লাখ টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করার প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয়। জরুরি পরিস্থিতি বিবেচনায় এই প্রস্তাবও নীতিগত অনুমোদন পেয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন