নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলকে সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।
সিইসি নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি মেনে চলবে। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর প্রধান শর্ত হলো আচরণবিধি মানা।
তিনি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনের বাড়তি চাপ নিতে হয় না।
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে সিইসি বলেন, সব দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।



