Logo
Logo
×

জাতীয়

একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: চার প্রশ্নের খসড়া প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: চার প্রশ্নের খসড়া প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ের ওপর অনুষ্ঠিত এই গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে—তার খসড়া প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত খসড়ায় উল্লেখ করা হয়, ভোটাররা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সনদে প্রস্তাবিত চারটি সংস্কারের প্রতি‘হ্যাঁ’ অথবা ‘না’দিয়ে মতামত জানাবেন।

খসড়ায় প্রস্তাবিত চার প্রশ্ন হলো—

ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠনের বিষয়ে সম্মতি।

খ) আগামী সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব; জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন এবং কোনো সাংবিধানিক সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা।

গ) জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ ৩০টি সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা।

ঘ) রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার বাস্তবায়ন।

একটি প্রশ্নেই চারটি বিষয়ের প্রতি সম্মতি বা অসম্মতি জানানোর সুযোগ থাকবে ভোটারদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন