লিবিয়া থেকে ১৭০ অনিয়মিত বাংলাদেশির প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় অনিয়মিতভাবে লিবিয়ায় আটকে পড়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার লক্ষ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান। একই সঙ্গে সচেতনতা বাড়াতে নিজেদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে পথখরচা, খাদ্যসমগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তাও প্রদান করে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সরকার, দূতাবাস এবং আইওএম সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।



