দেশে নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৪ বন্দি, স্বাধীনতার পর কোনো নারীর ফাঁসি কার্যকরের প্রমাণ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো দণ্ডপ্রাপ্ত নারীর ফাঁসি কার্যকর হয়েছে কি না, তার নির্দিষ্ট কোনো দলিল নেই। তবে বর্তমানে সারা দেশে মোট ৯৪ জন নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ।
২০০৭ সালে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করা হলেও সেখানে ফাঁসির মঞ্চ রাখা হয়নি—কারণ এর আগে দেশে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির ছিল না। এখনো সেই পরিস্থিতি বদলায়নি।
গত বুধবার সহকারী মহাপরিদর্শক ফরহাদ জানান, বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দিদের মধ্যে সবচেয়ে বেশি ৫৪ জন আছেন কাশিমপুর মহিলা কারাগারে। অন্য কারাগারগুলোতেও বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীরা বন্দি রয়েছেন।
তথ্য অনুসারে, দেশের ইতিহাসে কোনো নারীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে হয়নি। জন্মাঞ্জলি হিসেবে কোনো নারী প্রাণভিক্ষার আবেদন করেছেন—এমন নজিরও নেই। কারণ অধিকাংশ ক্ষেত্রে বিবেচনার ভিত্তিতে নারী আসামিদের দণ্ড আপিল বিভাগে কমে গিয়ে যাবজ্জীবন হয়েছে, আর কিছু ক্ষেত্রে খালাসও মিলেছে।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গত বছরের আগস্টে তিনি কারা অধিদপ্তরে আবেদন করেছিলেন—বাংলাদেশের ইতিহাসে একজন নারীর ফাঁসি কার্যকরের কথিত তথ্য যাচাই করতে। তবে তিনি সেই তথ্য পাননি। তার মতে, দেশে কার্যত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রমাণ নেই বললেই চলে।



