Logo
Logo
×

জাতীয়

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না। বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ—যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা আছে—তাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে সিইসি এ আহ্বান জানান।

দায়িত্ব গ্রহণের পর কমিশনকে একাধিক বড় ও চ্যালেঞ্জিং কাজ হাতে নিতে হয়েছে জানিয়ে সিইসি বলেন, কাজের অতিরিক্ত চাপের কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় মাঠে প্রায় ৭৭ হাজার জনবল কাজ করেছে। ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪০ লাখের বেশি লেফট-আউট ভোটারকে শনাক্ত করে তালিকাভুক্ত করা হয়েছে।

নতুন উদ্যোগগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা একটি বড় ও জটিল পদক্ষেপ বলে মন্তব্য করেন সিইসি। পাশাপাশি— নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১০ লাখ কর্মকর্তা-কর্মচারীর ভোট প্রদানের সুযোগ তৈরি করা হয়েছে। দেশের বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। কারাগারে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বিলম্ব হওয়ার কারণ প্রসঙ্গে সিইসি বলেন, আমরা রাউন্ড দ্য ক্লক ব্যস্ত ছিলাম। তবে তিনি জানান, নির্বাচনী সংস্কার কমিশন বিভিন্ন মহলের সঙ্গে ইতোমধ্যে ৮০টির বেশি সংলাপ করেছে এবং সংস্কারের বেশ কিছু বিষয় সরকারও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সিইসি নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দীর্ঘদিন ওয়েবসাইটে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সংশোধন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান তিনি এবং দলগুলোর নেতাদের নিজেদের কর্মীদের কাছে এটি প্রচারের অনুরোধ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের মতে, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়—তাই এই সংলাপ ও মতামত বিনিময় নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন