Logo
Logo
×

জাতীয়

নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনে ৬ দলের সঙ্গে সংলাপে ইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনে ৬ দলের সঙ্গে সংলাপে ইসি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিনে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ নভেম্বর) সকালে ৬টি দলের সঙ্গে সংলাপে বসে ইসি। বিকালে আরও ৬টি দলের সঙ্গে বৈঠক হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

সকালের সেশন (সাড়ে ১০টা থেকে ১২টা) এ অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

দুপুরের সেশন (২টা থেকে ৪টা) এ অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামীকাল সোমবারও সংলাপ চলবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈঠকে অংশ নেবে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

অন্যদিকে, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন