Logo
Logo
×

জাতীয়

নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করবে: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করবে: আমীর খসরু

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যে সমস্যাগুলো জমে উঠেছে তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। রাজনৈতিক পরিবর্তনই এখন প্রধান গুরুত্ব পাচ্ছে, আর জনগণের প্রত্যাশা হলো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; সবার লক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করেই। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিচারবিভাগের ওপর নির্ভরশীল, তাই বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এ সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন