ঢাকায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
দেশের উত্তরাঞ্চলে পঞ্চগড়ে শীতের প্রকোপ কিছুটা কমেছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার সকাল ৬টায় বেড়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে রাজধানী ঢাকায়ও নেমেছে শীতের হাওয়া—সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
দেশজুড়েও আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সারা দেশে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ২২ নভেম্বর পর্যন্ত তেমন শীত নামার সম্ভাবনা নেই। তবে ২২ নভেম্বরের পর শীত বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।



