জাতীয় নির্বাচনে প্রথমবার পোস্টার নিষিদ্ধ, প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার ও বিদেশে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে ইসি। এতে পরিবেশবান্ধব প্রচারসামগ্রী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যানার ও বিলবোর্ড করা যাবে, তবে পলিথিন বা রেকসিন ব্যবহার করা যাবে না।
বিধিমালায় আরও বলা হয়েছে, যানবাহনসহ মিছিল, শোডাউন বা মশাল মিছিল করা যাবে না। প্রচারে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। সব প্রার্থী ও দলকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে।
গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করা যাবে, আর অন্যান্য বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেও দেড় লাখ টাকা জরিমানা করা হবে।
নতুন বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচারণায় অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার, ভুল তথ্য, বিকৃত ছবি, ঘৃণাত্মক বক্তব্য বা নির্বাচনী বিভ্রান্তি ছড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে একদিনে একই মঞ্চে নিজেদের ইশতেহার পাঠ করার নতুন বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।



