Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের এক মাস

জাতীয় ঐক্যের বিকল্প নেই : আমীর খসরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

জাতীয় ঐক্যের বিকল্প নেই : আমীর খসরু

ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের এক মাস’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। যে শক্তি দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছে, সেই শক্তিকে পরাজিত করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, তা অক্ষুন্ন রাখতে হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় আমীর খসরু বলেন, আজ জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে। শেখ হাসিনা ও তার পরিবার যে মালিকানা কেড়ে নিয়েছিল, তা জনগণ পুনরুদ্ধার করেছে। এখন দেশের মালিক জনগণই সিদ্ধান্ত নেবে, কীভাবে দেশ চলবে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে গিয়ে বলতে হবে, জনগণের জন্য আমরা কী করতে চাই এবং কী পরিবর্তন আনতে চাই।

বিএনপি নেতা বলেন, যারা নিজেদের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর ছেড়েছে—তাদের ত্যাগকে স্বীকার করতে হবে। সর্বশেষে ছাত্র আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটেছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা কী, তা জানতে হবে। যারা তা বুঝবে না, তারা রাজনীতির পরবর্তী প্রেক্ষাপটে পিছিয়ে পড়বে।

আমীর খসরু তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমি ১ মাস ৩ দিন আগে জেল থেকে মুক্তি পেয়েছি। আজ আমরা মুক্ত দেশ পেয়েছি, মুক্ত পরিবেশে আছি। কারো কোনো শঙ্কা নেই। শেখ হাসিনা পালানোর পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে, মানুষ এখন পূর্ণভাবে সব কিছু ফিরে পেতে চায়। এই মুক্ত পরিবেশকে ধরে রাখতে হবে।

সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় তারা জাতীয় ঐক্যের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন