৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
সালমান এফ রহমানসহ স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (৯ নভেম্বর) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিআইডির দাবি, মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা ১৭টি মামলার অভিযোগপত্র দ্রুততম সময়ে প্রস্তুত করা হয়েছে এবং তদন্তে বিদেশি বাণিজ্যের আড়ালে অর্থপাচারের প্রমাণ মিলেছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রবিবার বিকেল ৩টায় রাজধানীর মালিবাগে সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের ফলাফল ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।



