জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সবাই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
গণভোট ইস্যু প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এখন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে। অনেকে বলছেন, জুলাই চার্টার তৈরির সময় কৃষক, নারী বা শ্রমজীবী মানুষের সঙ্গে কথা হয়নি—তাহলে রাজনৈতিক দলগুলো কি এসব মানুষের প্রতিনিধিত্ব করে না?
তিনি আরও বলেন, জুলাই চার্টারে সব গুরুত্বপূর্ণ বিষয়ই অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনের পর নতুন করে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় বিষয় সংযোজন করা যেতে পারে।
আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে বক্তব্যে শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী বলেছেন। তার মানে কি দেশের সবাই সন্ত্রাসী? সবাইকে হত্যা করে তিনি ক্ষমতায় ফিরতে চান—এটা তো হতে পারে না। এখন সব রাজনৈতিক দলকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।



