Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দরে অনৈতিক কাজে জড়িত আনসার সদস্য বরখাস্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম

বিমানবন্দরে অনৈতিক কাজে জড়িত আনসার সদস্য বরখাস্ত

রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক অঙ্গীভূত আনসার সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের নির্দেশে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে ওই সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে অঙ্গীভূত সদস্যদের বেতন বৃদ্ধির যৌক্তিক দাবি পে কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে।

বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ৫ নভেম্বর রাতে নাইট শিফটে (রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট) দায়িত্ব পালনকালে আনসার সদস্য জেনারুল ইসলাম লোভের বশবর্তী হয়ে একটি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। তিনি ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি মধ্যে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবং বাহিনীর জিরো টলারেন্স নীতি বজায় রাখতে জেনারুল ইসলামকে সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীর সদস্যদের মধ্যে দীর্ঘদিনের অনৈতিক প্রবণতা রোধে একটি নজির স্থাপন করা হলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে স্বল্প বেতনের বিনিময়ে দিনরাত দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের নৈতিকতা ও মানসিক প্রেষণার অন্যতম নিয়ামক হলো তাঁদের জীবনমান। তাই সদস্যদের মানসিক ও নৈতিক অবস্থান সুদৃঢ় করতে বাহিনীর মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ইতিমধ্যে বাহিনীর মহাপরিচালক পে কমিশনের চেয়ারম্যানের কাছে অঙ্গীভূত আনসার সদস্যদের যৌক্তিক বেতন বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছেন। বাহিনীর প্রত্যাশা, বেতন বৃদ্ধি পেলে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে সদস্যরা আরও নিবেদিত এবং নৈতিকভাবে দৃঢ় হবেন।

বিবৃতিতে আরও বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকায় দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা ও কল্যাণধর্মী উদ্যোগের মাধ্যমে সদস্যদের অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ভবিষ্যতে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অক্ষত স্ট্রংরুমের ভল্ট থেকে সাতটি আগ্নেয়াস্ত্র নিখোঁজ হওয়ার ঘটনাও আলোচনায় রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন