Logo
Logo
×

জাতীয়

নির্বাচন সামনে রেখে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল নির্বাচন কমিশন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

নির্বাচন সামনে রেখে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। এছাড়া ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানার জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল ইসি। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬টি সংস্থা চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে যোগ্য বেসরকারি সংস্থার কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টার মধ্যে কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) জমা দিতে হবে।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নং-১০৫) ও কমিশনের ওয়েবসাইট [www.ecs.gov.bd](http://www.ecs.gov.bd) থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে ইসি।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাসির উদ্দিন কমিশন ২০২৩ সালের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করে এবং পূর্বের ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল ঘোষণা করে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের আমলে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। কিন্তু আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে নতুন নীতিমালা অনুসারে পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আগামীতে সব সংস্থাকেই এই নীতিমালা অনুযায়ী নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে ইসি। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল এবং সেই নির্বাচনে এক লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৮০টি সংস্থার প্রায় ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন