Logo
Logo
×

জাতীয়

উত্তর-পশ্চিমে শীতের আগমন, ডিসেম্বরেই প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

উত্তর-পশ্চিমে শীতের আগমন, ডিসেম্বরেই প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে আগামী ১০ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে। তবে সারাদেশে শীতের পূর্ণ আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বরের শেষভাগ পর্যন্ত—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানায়, চলতি বছর প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরের শুরুতে দেখা দিতে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিডব্লিউওটি জানায়, কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া সংবাদ। কারণ, আগামী ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া অনুকূলে থাকবে। এই সময়টিকে ধান কাটা ও শীতকালীন শাকসবজি চাষের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা যেতে পারে।

সংস্থাটি আরও জানায়, লঘুচাপের প্রভাব কমে আসায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে ২০ নভেম্বরের আগে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেবল ১৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় প্রসঙ্গে বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড়ের অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। একই সময়ে দেশে একটি বৃষ্টিবলয়ও তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন