৭ জেলাসহ বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ৭টি জেলা ও আশপাশের এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সোমবার (৩ নভেম্বর) রাত ১০টায় সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সোমবার রাত ১০টা থেকে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে এবং এর গতিপথের ওপর ভিত্তি করে পূর্বাভাসে পরিবর্তন আসতে পারে।



