জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৪৮ হাজার পুলিশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত মোকাবিলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং টহল ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারেরও বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের যাচাই-বাছাইয়ের কাজ পুলিশের বিশেষ শাখার সহায়তায় সম্পন্ন করা হবে। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ব্যালট পরিবহন এবং জনগণের নিরাপত্তায় তারা কাজ করবেন।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি যৌথ পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে।



