দেশ সংকটময় সময়ে ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
দেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা অনেকটাই নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনের ওপর।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিইসি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব নয়, যতই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হোক না কেন।
সিইসি আরও জানান, আসন্ন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবার প্রায় ১০ লাখ আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায়।
এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহার করে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং কারাবন্দিদের জন্য অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।



