ডিএমটিসিএল এমডি
ফার্মগেটে নিহত পথচারীর পরিবারকে চাকরির ব্যবস্থা, ৫ লাখ টাকা তাৎক্ষণিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে হাঁটার সময় গত ২৬ অক্টোবর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হন পথচারী আবুল কালাম। দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিহত ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ৫ লাখ টাকা জীবনের মূল্য নয়, বরং তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনার পর আমরা নিজেরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। হাসপাতালে নেওয়া থেকে জানাজা পর্যন্ত সব ব্যবস্থা ডিএমটিসিএল ও মন্ত্রণালয় যৌথভাবে করেছে। এরপর উপদেষ্টা মহোদয় তাৎক্ষণিক সহায়তা দিয়েছেন, তবে এটা কোনো ক্ষতিপূরণ নয়।
ফারুক আহমেদ আরও বলেন, নিহতের পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ওনার স্ত্রী’র সঙ্গে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে। তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তিনি দ্রুত কাজে যোগ দিতে পারবেন, বলেন তিনি।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী বর্তমানে অনার্সের শেষ বর্ষে পড়ছেন। ওনার ডিগ্রি সম্পন্ন হলে, সেই অনুযায়ী পদোন্নতি বা উন্নত চাকরির সুযোগ রাখার প্রভিশন রাখা হয়েছে, যোগ করেন ডিএমটিসিএলের এই ব্যবস্থাপনা পরিচালক।



