Logo
Logo
×

জাতীয়

জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ঘোষণা

ছবি : সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আজ রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষককে অবহেলা করছে। তারা বলেন, আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা না এলে তারা কর্মস্থলে ফিরে যাবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের সরকারি ঘোষণা বাস্তবায়নের দাবিতে গত ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনকারীরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে জাতীয়করণের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। সরকারের ঘোষণার ৯ মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, দ্রুত জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা দিয়ে সমস্যার সমাধান করা হোক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন