Logo
Logo
×

জাতীয়

ঢাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী: ডিএমপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম

ঢাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী: ডিএমপি

চলতি বছরে ঢাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদের অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “চলতি বছরের আজ পর্যন্ত প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সরাসরি ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন। অনেকেই ঢাকার বাইরে থেকে এসে মিছিলে অংশ নিচ্ছেন, যাদের অর্থায়ন করা হচ্ছে এবং প্রতিটি মিছিলে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে।”

তালেবুর রহমান আরও জানান, এসব মিছিলের উদ্দেশ্য হচ্ছে—রাজনৈতিক অবস্থান জানান দেওয়া, আতঙ্ক সৃষ্টি করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সক্রিয়তা প্রদর্শন করা।

তিনি বলেন, “এটা গণগ্রেপ্তার নয়। আমরা তাৎক্ষণিকভাবে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করছি এবং যাচাই-বাছাই করে মামলা দেওয়া হচ্ছে। অনেককে ককটেলসহ হাতেনাতে ধরা হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনকভাবে তৈরি করা।”

তিনি আরও বলেন, “আমরা নজরদারি বাড়িয়েছি এবং যারা অর্থায়ন করছে, তাদেরও আইনের আওতায় আনতে কাজ করছি। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই ঢাকার বাইরের ইউনিয়ন, থানা বা উপজেলা পর্যায়ের নেতা। তারা উদ্দেশ্যমূলকভাবে রাজধানীতে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে।”

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়বে—এটি স্বাভাবিক বলে উল্লেখ করে তিনি বলেন, “তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে ঢাকা মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন