Logo
Logo
×

জাতীয়

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক চালু হচ্ছে ১৫ নভেম্বর থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক চালু হচ্ছে ১৫ নভেম্বর থেকে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাক চালু করতে যাচ্ছে সরকার, যা আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য কার্যকর হবে। এই নতুন ইউনিফর্মের মাধ্যমে বাহিনীর আধুনিকতা ও জবাবদিহির প্রতীক হিসেবে নতুন পরিচয় তুলে ধরার লক্ষ্য রয়েছে।

পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই নতুন পোশাক পরিধান করবে। পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এটি চালু করা হবে।

তিনি বলেন, “লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে।”

এর আগে, গত ২০ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং র‌্যাবের ইউনিফর্মে রঙ পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি ছিল একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য বাহিনীগুলোকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক রূপে তুলে ধরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন