Logo
Logo
×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ থেকে ৫ দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ থেকে ৫ দাবি

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছিল যার এক মাস পূর্তি। এদিন সেই উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করা হয়।  সেখান থেকে পাঁচটি দাবি জানানো হয়।

সেগুলো হলো—

১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।

৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে।

৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন