Logo
Logo
×

জাতীয়

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে তাদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে রমনা থানায় মামলা রুজু করা হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, “আসামিদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে অবস্থানরতদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাতে কেউ দেশত্যাগ করতে না পারে, সে জন্য তাদের তথ্য ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “মামলার তদন্তে কোনো চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

গত ২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সামিরা হক ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আত্মহত্যার মতামত দিলেও সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন