Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৬৮ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৬৮ জন

ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৪৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৭৩ জন, চট্টগ্রামে ৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনায় ১৩ জন এবং ময়মনসিংহে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে ৪৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। আর মোট ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬৩৮ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টির সময় এটি বেড়ে যায়। প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।”

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা বা সচেতনতা যথেষ্ট নয়। জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে সঠিক ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন