Logo
Logo
×

জাতীয়

বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার দাবি বিএনপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম

বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার দাবি বিএনপির

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানিয়েছেন, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন না করেন এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন খান বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। তখন প্রশাসনের অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ভূমিকা রেখেছিলেন।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে যেভাবে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে, তা ১৫ মাসে বদলানো সম্ভব নয়। তাই বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করেছি।”

জাতীয় নির্বাচনকে একটি বিশাল কর্মযজ্ঞ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “দেশে ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ কর্মী, যাদের মধ্যে রয়েছেন সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা।”

মঈন খান বলেন, “আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের অবস্থানে এসেছি।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের উচিত একটি দৃষ্টান্ত স্থাপন করা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা তাদের সাংবিধানিক দায়িত্ব।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন