Logo
Logo
×

জাতীয়

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৮০ পুলিশ পরিদর্শক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৮০ পুলিশ পরিদর্শক

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮০ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ২৯ জন সশস্ত্র পুলিশ পরিদর্শক এবং ১৮ জন শহর ও যানবাহন বিভাগের পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন