Logo
Logo
×

জাতীয়

কোনো চাপের কাছে নত হবে না নির্বাচন কমিশন : সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম

কোনো চাপের কাছে নত হবে না নির্বাচন কমিশন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো ধরণের চাপের কাছে মাথা নত করা যাবে না।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন,নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে নত হবে না। আমরা শুধু আইনের ভিত্তিতেই নির্দেশনা দেব। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাব। পরিস্থিতি বদলাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার মানসিকতা গড়ে তুলতে হবে,যোগ করেন সিইসি।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যেন ভোট বাক্স দখল বা বেআইনি প্রভাবের সঙ্গে যুক্ত না হয়। আইন মেনে, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সিইসি আরও আশ্বাস দেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে এবং কোনো প্রকার রাজনৈতিক বা প্রশাসনিক চাপে মাথা নত করবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন