এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির মুখে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।
তিনি জানান, অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে যে, ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ এবং জুলাই থেকে ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। এই সিদ্ধান্তকে তিনি শিক্ষকদের আন্দোলনের প্রতি সরকারের দায়িত্বশীল সাড়া হিসেবে উল্লেখ করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে। সম্মান, সংলাপ ও সমঝোতার ভিত্তিতে আমরা আজ একটি ইতিবাচক অবস্থানে পৌঁছেছি। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর।”
তিনি আরও বলেন, “এই সমঝোতা হোক পারস্পরিক শ্রদ্ধা ও শিক্ষার উন্নয়নের নতুন সূচনা। গুণগত শিক্ষার বিস্তারে আমরা বাংলাদেশকে মর্যাদাসম্পন্ন অবস্থানে নিয়ে যেতে পারব।”
এর আগে গত রোববার অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল, যা আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেন এবং অনশনসহ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ভাতা প্রদান করা হবে, তবে কোনো বকেয়া প্রাপ্য থাকবে না। ভাতা প্রদানে আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং ভবিষ্যতে অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। শিক্ষক সমাজ এই সিদ্ধান্তকে আন্দোলনের সফলতা হিসেবে দেখছে।



