নির্বাচন ঘিরে তিন ধাপে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তিনটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করবে:
তফসিল ঘোষণার পূর্বে: চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে।
তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত: প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, সশস্ত্র বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
নির্বাচন পরবর্তী ৪৮ ঘণ্টা: সহিংসতা রোধে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এক্সিকিউটিভ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি দায়িত্ব পালন করবে।
ইসি আরও জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সীমানা নির্ধারণ, দল নিবন্ধন ও ভোটকেন্দ্র চূড়ান্তকরণসহ প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা জারি করা হবে।
বিশেষ পদক্ষেপের মধ্যে রয়েছে:
সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা
অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যৌথ অভিযান
এআই প্রযুক্তিনির্ভর বিভ্রান্তিকর তথ্য রোধে কৌশল নির্ধারণ
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ
পোস্টাল ভোটিং ব্যবস্থাপনার নিরাপত্তা
সশস্ত্র বাহিনী মোতায়েন পরিকল্পনা
নির্বাচনি এলাকায় ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব পদক্ষেপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে।



