Logo
Logo
×

জাতীয়

৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ করলো সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ করলো সরকার

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে, যার চার্জ মওকুফের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীনের স্বাক্ষরিত এক চিঠিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জসমূহ মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসারের সদস্যরা যৌথভাবে কাজ করেন। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কার্গো ভিলেজের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।

এই অগ্নিকাণ্ডের ফলে বহু ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তন করতে হয়, যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন