Logo
Logo
×

জাতীয়

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কমিশনের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনী প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ।

এছাড়া বৈঠকে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জি এম আজিজুর রহমান এবং সিআইডি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ।

বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, বাহিনীগুলোর সমন্বয় ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশন আশা করছে, এই বৈঠকের মাধ্যমে একটি কার্যকর ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন