নবম দিনের মতো অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম
ছবি : সংগৃহীত
সরকারি প্রজ্ঞাপনে বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে তাদের কর্মসূচি চলমান অবস্থায় দেখা যায়।
এর আগে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকরা রাজধানীতে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। এরপর শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।
তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। তাদের দাবির মধ্যে রয়েছে: বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল, শিক্ষকদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ, এবং শিক্ষা খাতে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।



