Logo
Logo
×

জাতীয়

সংসদ ভবন এলাকায় সংঘর্ষের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম

সংসদ ভবন এলাকায় সংঘর্ষের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধা সংসদ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, সংঘর্ষ ও হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আগামী রোববার (১৯ অক্টোবর) দেশের প্রতিটি জেলা শহরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। তিনি আহত যোদ্ধাদের সঙ্গে সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

তিন দফা দাবির মধ্যে রয়েছে:

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি

আহত ও পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ মর্যাদা ও পুনর্বাসনের জন্য রোডম্যাপ ঘোষণা

আহতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত দায়মুক্তি ও সুরক্ষা আইনের ব্যবস্থা

এর আগে শুক্রবার দুপুর ১টা ২৬ মিনিটে সংসদ ভবন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। আন্দোলনকারীরা ১২ নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করে অতিথিদের আসনে বসে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও এবিপিএন সদস্যরা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

এই ঘটনার পর পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তা বাহিনীর দ্বারা। জুলাই যোদ্ধারা তাদের অবস্থান থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নতুন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন