জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল, তারা দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকের এই সনদ বাস্তবায়ন করেছে। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক। অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশন এবং সব দলের প্রতিনিধিদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হওয়া জাতির জন্য একটি স্মরণীয় দিন। শহীদদের রক্তদান, জনগণের প্রত্যাশা—সবকিছুর পূরণের যাত্রা আজ শুরু হলো। এই সনদের বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, “এই যাত্রায় শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। কোনো অঙ্গ আরেকটির ওপর কর্তৃত্ব করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যেই সবকিছু পরিচালিত হবে।”
সালাহউদ্দিন আহমদ জানান, “সব রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে। যারা এখনও স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতে তারাও যুক্ত হবেন। সনদটি সবার জন্য উন্মুক্ত।”
সংবিধানের ধারা প্রসঙ্গে তিনি বলেন, “অনুচ্ছেদ ৬৫-এর সাবসেকশন ২ অনুযায়ী, প্রত্যক্ষ ভোটে ৩০০ সংসদ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন পরিচালনা নয়, কীভাবে তা হবে—তাও সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে। বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যদি আলোচনার উদ্যোগ নেন, আমরা আলোচনায় বিশ্বাস করি।”



