জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম
ছবি : সংগৃহীত
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে। এই সনদ স্বাক্ষর সেই অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায়।”
বক্তব্যের শুরুতেই তিনি অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে আহত ও সংগ্রামী যোদ্ধাদের প্রতি সম্মান জানান। তিনি বলেন, “তাদের রক্ত ও আত্মত্যাগের কারণেই আজকের দিনটি সম্ভব হয়েছে। জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ।”
সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তনের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের সুযোগে আমরা পুরনো ও অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে অন্তর্ভুক্ত করেছি। সংবিধান সংস্কার ও সরকার পরিচালনার কাঠামোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।”
তিনি আরও বলেন, “এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন দিক এসেছে, যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। ‘জুলাই সনদ’ আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে।”



