Logo
Logo
×

জাতীয়

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ১০ জুলাই যোদ্ধা ঢামেকে ভর্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১২ পিএম

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ১০ জুলাই যোদ্ধা ঢামেকে ভর্তি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ১০ জন ‘জুলাই যোদ্ধা’কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর থেকে আহতদের একে একে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কেউ গুরুতর আহত নন।

আহতদের মধ্যে রয়েছেন: সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।

আহত আতিকুল গাজী জানান, উত্তরা থেকে তারা মানিক মিয়া এভিনিউতে এসেছিলেন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে। সেখানে পুলিশ লাঠিচার্জ করলে তারা আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৫ শতাধিক আন্দোলনকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে মঞ্চ ও অতিথিদের আসনে বসে পড়েন। তাদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের মতামত নেওয়া হয়নি এবং তাদের অবমূল্যায়ন করা হয়েছে। ঘোষণাপত্রের মতো সনদেও আইনি ভিত্তির অভাব রয়েছে বলে তারা দাবি করেন।

দুপুর দেড়টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে নির্দেশ দেয়। এরপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হন এবং পরে তারা হাসপাতালে চিকিৎসা নিতে যান। সংঘর্ষের পর আন্দোলনকারীরা বাইরে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন