Logo
Logo
×

জাতীয়

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ কুচকাওয়াজ অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ কুচকাওয়াজ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি) এবং বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস)-এ এ আয়োজন হয়।

চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

একই দিনে বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসি সি অ্যান্ড এস) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।

আজকের এই মনোজ্ঞ ও চৌকস প্যারেডের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুটগণ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিগণ নবীন সৈনিকদের উদ্দেশে বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সবাইকে সর্বোচ্চ নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

তারা আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নবীন সৈনিকদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে এবং দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন