Logo
Logo
×

জাতীয়

শিক্ষকদের ৩ দফা দাবিতে উত্তাল শাহবাগ, চলবে অবরোধ কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

শিক্ষকদের ৩ দফা দাবিতে উত্তাল শাহবাগ, চলবে অবরোধ কর্মসূচি

ছবি : সংগৃহীত

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল (মঙ্গলবার) তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।

শিক্ষকদের অভিযোগ, সরকার বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করেছে, যা তাদের প্রত্যাশার তুলনায় অনেক কম। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন।

গত সোমবার থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে, ফলে বিভিন্ন স্কুল-কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তাদের মাসিক চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ১,০০০ টাকা ছিল, যা সম্প্রতি ৫০০ টাকা বাড়ানো হয়েছে। উৎসব ভাতা আগে মূল বেতনের ২৫ শতাংশ হারে দেওয়া হতো, যা বর্তমানে ৫০ শতাংশ করা হয়েছে। তবে শিক্ষকরা আরও বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন